জাতীয়
পররাষ্ট্র সচিবের সঙ্গে হাসিনা ইস্যুতে কথা হয়নি: ভারতের রাষ্ট্রদূত
পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে রবিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে শেখ হাসিনা ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া যায়। আমরা মূলত আলোচনা করেছি কীভাবে আমরা কাজগুলো এগিয়ে নিতে পারি।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে এ ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রণয় ভার্মা বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে এটি একটি নিয়মিত বৈঠক ছিলো। যা আমাদের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি।
তিনি বলেন, আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।