আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

বন্দরে সন্ত্রাসী রাজিব গং এর বিরুদ্ধে পরাগ’র ১০ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেবার অভিযোগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

বন্দরে সন্ত্রাসী রাজিব গং এর বিরুদ্ধে পরাগ’র ১০ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেবার অভিযোগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর থানাধীন দাসের গাঁও এলাকার মৃত এ. টি. এম. রুহুল আমিন’র পুত্র মোঃ শাহিন আহমেদ পরাগ (৩৮) এর জমি বিক্রির ১০ লক্ষ ৭০ হাজার টাকা ১৮ জানুয়ারী রবিবার দুপুর ৩টা ৩০ মিনিটে বন্দর রেজিস্ট্রার অফিস হতে বের হয়ে বাড়ী ফেরার পথে মারধোর করে টাকা ছিনিয়ে নেবার অভিযোগ উঠে এসেছে আমান সরদার’র পুত্র সন্ত্রাসী রাজিব ও তার সঙ্গীয়দের বিরুদ্ধে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী পরাগ বলেন- বন্দর সাব রেজিস্ট্রার অফিসে আমার বিক্রয়কৃত জমির ১০ লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ী ফেরার পথে কতিপয় সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি হঠাৎ করে আমার গাড়ির গতিপথ রোধ করে জোড়পূর্বক আমাকে তাদের সাথে নিয়ে একটি গ্যারেজে ডুকিয়ে এলোপাতাড়ি মারধোর করতে সারা শরীর রক্তাক্ত জখম করে।

আমি এর কারণ জানতে চাইলে তাহারা বলে, আমি মাকসুদ চেয়ারম্যানকে সমর্থন করি কোনো। আমি যেনো চেয়ারম্যানকে সমর্থন না করে বিরত থাকি। তাদের কথার বাহিরে গিয়ে যদি সমর্থন করি তাহলে আমকে প্রাণে মেরে ফেলবে। মারধোরের এক পর্যায়ে আমার কাছে থাকা জমি বিক্রির ১০ লক্ষ ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এবং তারা আমাকে হুমকি দেয়, আমি যেনো এ-ই ঘটনার বিষয়ে কাউকে না বলি। এবং কোন থানা পুলিশের নিকট না যাই। যদি তাদের কথার বাহিরে কিছু করতে যাই, তাহলে তারা আমাকে প্রাণে মেরে ফেলবে।

যারা আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে তাদের মধ্য থেকে আমি একজনকে চিনতে পেরেছি। সে হলো আমান সরদার’র পুত্র রাজিব। আমি তাদের আক্রমনের হাত থেকে রক্ষা পেয়ে খানপুর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। আমার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সকলের সাথে কথা বলে আইনী পদক্ষেপ নিবো। স্বৈরাচারী শাষণ ব্যবস্থার পরিবর্তন হলেও আমরা এখনও সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ নই। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close