আড়াইহাজারকক্সবাজারকিশোরগঞ্জকুমিল্লাগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদর

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ‘নোভা ২০২৬’ অনুষ্ঠিত

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা ‘নোভা ২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের টাইটানিয়াম সায়েন্স ক্লাবের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃবিদ্যালয় বিজ্ঞান মেলা “নোভা ২০২৬”। তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলা ১৫ জানুয়ারি থেকে স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়।

মেলায় রাজধানীসহ বিভিন্ন স্কুলের ৫০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, জ্যোতির্বিজ্ঞান ও জীববিজ্ঞান অলিম্পিয়াড। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বিজ্ঞানকে বাস্তব, সৃজনশীল ও প্রয়োগভিত্তিকভাবে অনুধাবনের সুযোগ করে দেওয়াই ছিল ‘নোভা ২০২৬’-এর মূল লক্ষ্য।

বিজ্ঞান অলিম্পিয়াডের পাশাপাশি আয়োজন করা হয় আকর্ষণীয় বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী। এতে শিক্ষার্থীরা আধুনিক সমস্যা ও বৈজ্ঞানিক ধারণার আলোকে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা ও জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রকল্প দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ডা. শারমিন নীলৎপ্ল। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ এফ এম ইউসুফ হায়দার। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেভিড ডলেন এবং স্পেশাল গেস্ট হিসেবে ইয়ামাহা এসিআই মটরসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার আলম। সেলিব্রেটি গেস্ট হিসেবে অংশ নেন আমিন হান্নান, কামরুন নাহার ডানা ও আলতাফ উদ্দিন আক্রমী।

মেলায় নতুনত্ব যোগ করে জনপ্রিয় অ্যানিমে কুইজ, যা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে এবং পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ ইভেন্ট শিক্ষার্থীদের আগ্রহ ও উৎসাহ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেস বলেন, “নোভা ২০২৬ প্রমাণ করেছে যে হাতে-কলমে শেখা এবং শিক্ষার্থী নেতৃত্বাধীন উদ্যোগের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা আরও কার্যকর ও আনন্দদায়ক হতে পারে।” তিনি আশা প্রকাশ করেন, এই সফল আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ ও সময়োপযোগী বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের পথ সুগম করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close