অপরাধআইন ও অধিকারনির্বাচনী হালচালরাজনীতি
কিশোরগঞ্জে খেলাফত মজলিস প্রার্থীর প্রেস ব্রেফিং

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬২ কিশোরগঞ্জ-১ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং করে আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণার কাজ শুরু করার ঘোষণা দেন
(২১ জানুয়ারি) বুধবার, বিকেল ৫টায় কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে খেলাফত মজলিসের নায়েবে আমীর ও কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা ও ইসলামি মূল্যবোধকে সামনে রেখে শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচারণা চালানো হবে।
খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রেফিংয়ে জেলা শাখার সভাপতি সহ সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন খান, মো. মজিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ফরহাদসহ খেলাফত মজলিস, ইসলামী যুব মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দসহ কিশোরগঞ্জে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।



