কিশোরগঞ্জজাতীয়জেলা/উপজেলাঢাকা বিভাগনির্বাচনী হালচালসারাদেশ
কিশোরগঞ্জের ৩টি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

এমদাদুল্লাহ, বজ্রধ্বনি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বাছাই শেষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এরমধ্যে কিশোরগঞ্জে-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে চারজন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে দু’জন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে চারজন প্রার্থী রয়েছেন।
উল্লেখিত তিনটি আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা রয়েছে ১৯ জন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রথম ধাপে অনুষ্ঠিত তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরসেদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানা যায়, কিশোরগঞ্জ-৪ এ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর যথাযথ প্রক্রিয়া দাখিল না করায়, স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শাহীন রেজা চৌধুরীর মনোনয়ন দাখিলে হলমনামায় স্বাক্ষর না থাকায় ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা’র ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
কিশোরগঞ্জ-৫ এ স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় ও স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম) ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জ-৬ এ জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আয়ুব হোসেন সম্পদ ও দায়, বার্ষিক আয়ের বিবরণী তথ্য না দেয়ায়, কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া সম্ভাব্য অর্থ প্রাপ্তি, সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকায়, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায় এবং ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয়ের মনোনয়নপত্র বাতিল করা হয়।



