আইন ও অধিকারজাতীয়নির্বাচনী হালচালরাজনীতি
কিশোরগঞ্জ-৬ আসনে খেলাফত মজলিস প্রার্থী সাইফুলের মনোনয়নপত্র বৈধ

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত চূড়ান্ত, ইসলামী ও সমমনা ১১দল সমঝোতার সম্ভাব্য প্রার্থী মাওলানা সাইফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই- বাছাই শেষে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা এ ঘোষণা দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরসেদ, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের প্রার্থী মাওলানা সাইফুল ইসলাম সাহেল, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মাসউদুল হাসান, ভৈরব উপজেলা সহ সভাপতি হাজী মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রিয়াজী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন সাদী প্রমুখ উপস্থিত ছিলেন।



