অপরাধআইন ও অধিকার

কমলগঞ্জে সংবাদ সম্মেলন ব্যক্তিগত জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অপচেষ্টা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাড়ির ভিতরে অবস্থিত ব্যক্তিগত বরন্ডি ও আঙ্গিনাকে রাস্তা নির্মাণের অপচেষ্টা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের প্রবাসী সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির কেয়ারটেকার দিলাই মিয়া। বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই গ্রামের প্রতিপক্ষ মজির উদ্দিন আহমদ চৌধুরীর বক্তব্যের এই প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিলাই মিয়া বলেন, পরিবার সন্তান নিয়ে সৎ উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির রক্ষণাবেক্ষনের জন্য দেখভালের দায়িত্ব পালন করছি। অতিসম্প্রতি বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাস্তা বন্ধ করে প্রতিরোধক সৃষ্টি’ শিরোনামে সুয়েব আহমদ চৌধুরী ও আমাকে জড়িয়ে মজির উদ্দিন আহমদ চৌধুরী সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও বাস্তবতা বহির্ভূত বক্তব্য তুলে ধরেছেন। এতে সুয়েব আহমদ চৌধুরী ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

তিনি আরো বলেন, প্রকৃত সত্যতা হচ্ছে মজির উদ্দিন আহমদ চৌধুরী নারায়নক্ষেত্র গ্রামের সোয়েব আহমদ চৌধুরীর বাড়ির আঙ্গিনা ও বরন্ডীকে রাস্তা হিসাবে যে অপপ্রচার করেছেন এর কোন সত্যতা পাওয়া যাবে না। যে জায়গাটিকে ২০ থেকে ২৫টি বাড়ির লোকের চলাচলের ‘রাস্তা’ হিসাবে উল্লেখ করেছেন বাস্তবে সে জায়গা সোয়েব চৌধুরীর বাড়ির ভিতরে অবস্থিত ব্যক্তিগত বরন্ডি ও আঙ্গিনা এবং এখানে অন্য কোন বাড়িঘরও নেই। যা শুধুমাত্র সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির পশ্চিমের আঙ্গিনা ও তাদের ব্যবহার্য জায়গা।

উক্ত স্থানে সরকারি, ইউনিয়ন পরিষদ কিংবা গ্রাম্য জনসাধারনের কোন রাস্তা বা চলাচলের কোনো প্রকার যুগসূত্র নেই এবং অতীতেও ছিলনা, বর্তমানেও নেই। মজির উদ্দিন চৌধুরী উনার যাতায়াতের জন্য বাড়ির সামনা দিয়ে প্রশস্ত রাস্তা থাকা সত্বেও কিছুদিন যাবত উদ্দেশ্য প্রনোদিত অবৈধ দখলের উদ্দেশ্যে বাড়ির পেছনে বহু দুরে অবস্থিত হালি চাষের চারা দিয়ে সুয়েব আহমদ চৌধুরীর বাড়ির বরন্ডি ও আঙ্গিনার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ উপস্থাপন করছেন। সুয়েব আহমদ চৌধুরীর বাড়িতে গবাদি পশু পালন, শাক-সবজি চাষ এবং বহু বছরের পুরনো বাঁশঝাড় ও বৃক্ষাদি দুর্বৃত্তদের হাত হতে নিজের নিরাপত্তার ও সম্পদ সংরক্ষনের জন্য উক্ত জায়গা দিয়ে পাকা দেয়ালের সীমানা প্রাচীর নির্মাণ করে আসছেন। সুয়েব আহমদ চৌধুরী ও উনার পরিবার অত্যন্ত সম্মানিত এবং তাদের পরিবার মসজিদ, মক্তব, স্কুল ও রাস্তাঘাটে অনেক জমি দান করেছেন বলে তিনি দাবি করেন। তবে অভিযোগ বিষয়ে মজির উদ্দিন চৌধুরী বলেন, আমাদের নারায়নক্ষেত্র গ্রামের চলাচলের অতি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে এলাকার প্রায় ২৫/৩০টি পরিবার প্রতিদিন চলাফেরা এবং কৃষিকাজে হাল-চাষ করতে ব্যবহার করেন। সুয়েব চৌধুরী দীর্ঘদিন ধরে  দিলাই মিয়াকে দিয়ে ওই রাস্তায় প্রতিন্ধকতার চেষ্টায় লিপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close