জাতীয়
‘বিগত আওয়ামী-হাসিনা আমলে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে’
গেলো সরকার ক্ষমতা টিকে থাকতে রাষ্ট্রের প্রতিটা কাঠামোর অপব্যবহার করার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়রানি করেছে। এতে নাগরিকদের মত প্রকাশের অধিকার ক্ষুন্ন হয়েছে। এমন অভিযোগ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নাগরিক সমাজ অতীত, বর্তমান ও ভবিষ্যত’ নিয়ে জাতীয় মতবিনিময় সভা এসব কথা বলেন তারা।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরির্বতন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিগত সরকার নিপিড়নের ধারা প্রতিষ্ঠা করেছে, একই সাথে আইন করে এনজিওগুলোর স্বাভাবিক পথ রুদ্ধ করেছে।
সভায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, বিগত সরকারের গুম খুনের বিরুদ্ধে নাগরিক সমাজ কোনো প্রতিবাদ করেনি। পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদ করলে হেফাজতের ঘটনা ঘটতো না। হেফাজতের প্রতিবাদ করলে ২৪ এর হত্যাকাণ্ড হতো না। জঙ্গীর অর্থায়নের অভিযোগে ইসলামি ব্যাংকের লুটপাট নিয়েও প্রতিবাদ করেনি। বর্তমান সরকার যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এটা খুবই জরুরি।
এছাড়াও মৌলিক সংস্কারের জন্য যেকোনো সহযোগিতা করার কথাও জানান তারা।