জাতীয়বিজ্ঞানলেখা-পড়াস্বাস্থ্য বার্তা

জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫ সফলভাবে সম্পন্ন

ডেস্ক রিপোর্ট | দৈনিক বজ্রধ্বনি

বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (BPSU) আয়োজিত ‘জাতীয় ফিজিওথেরাপি অলিম্পিয়াড ২০২৫’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, রাজধানীর ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট, সোবহানবাগে দেশের বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানের মেধাবী ফিজিওথেরাপি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার উত্তীর্ণ পর্ব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাপসু সভাপতি আশিকুর রহমান।

বিশেষ বক্তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য

অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ও পেশাজীবীরা শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন—

ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক ও প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেস

ডা. এস. এম. কামাল হোসেন, সভাপতি, NPF

ডা. এস. এম. দাবির হোসেন, জুনিয়র কনসালটেন্ট, ফিজিওথেরাপি বিভাগ, প্রবীণ হাসপাতাল

ডা. মোহাম্মদ ফিরিজুল আলম ফিরোজ, সিনিয়র কনসালটেন্ট

ডা. সন্তনু বাড়ই, ফিজিওথেরাপিস্ট, ফিরোজা বারী প্রতিবন্ধী শিশু হাসপাতাল

ডা. মো. মুরাদ হোসেন মেহেদী, ইন-চার্জ ও কনসালটেন্ট, মেফেয়ার ওয়েলনেস ক্লিনিক লি.

ডা. মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক (GS), বিপিএ

জাহের রাহাত, সভাপতি, Physiotherapy Students Association (SCHS)

আব্দুর রহমান, সাধারণ সম্পাদক, BPSU

শাহাদাত হোসেন তৌহিদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন (বাপসু)

বক্তারা বলেন,
“এই অলিম্পিয়াড দেশের ফিজিওথেরাপি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত আত্মবিশ্বাস বৃদ্ধি করে ভবিষ্যতের জন্য আরও শক্ত ভিত্তি তৈরি করবে।”

প্রতিযোগিতার ধাপ ও ফলাফল

প্রতিযোগিতা ৩টি ধাপে অনুষ্ঠিত হয়—

1. Round of Elimination & Leaderboard — সেরা ৪০ থেকে নির্বাচিত ২০

2. Less Option More Points — ২০ জন থেকে নির্বাচিত ১০

3. Rapid Fire Round — এখানেই নির্ধারিত হয় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ

 

চূড়ান্ত ফলাফলে—

চ্যাম্পিয়ন: আনিকা ইয়াসমিন

ফার্স্ট রানার্স-আপ: তানজিনা জানা অনু

সেকেন্ড রানার্স-আপ: রাদিয়া ইসলাম মেধা

স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ

ভেন্যু স্পন্সর: ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট

এক্সপার্ট প্যানেল: ড্যাফোডিল হেলথ ইনস্টিটিউট

পৃষ্ঠপোষকতায়: ভিশন ফিজিওথেরাপি সেন্টার

মিডিয়া পার্টনার: মেডি ভয়েস, দৈনিক বজ্রধ্বনি

বিশেষ সহযোগিতায়: হলি কেয়ার

আবাসন সহযোগিতা: Niribili Girls’ Hostel, Bismillah Boys’ Hostel

আয়োজকদের ভবিষ্যৎ পরিকল্পনা

বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়ন – বাপসু জানায় যে, আগামী বছর আরও বৃহৎ পরিসরে জাতীয় পর্যায়ের এই অলিম্পিয়াড আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close