আড়াইহাজারজেলা/উপজেলানারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
বন্দরে শিশু আলিফার পরিবারের পাশে এমপি প্রার্থী সিরাজুল মামুন।

শিশু আলিফা হত্যার বিচার দ্রুত আইনে কার্যকর করতে হবে- এবিএম সিরাজুল মামুন
নারায়ণগঞ্জের বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার (১১)-কে নৃশংসভাবে হত্যার ঘটনায় সমবেদনা জানাতে বন্দরে নিহত আলিফার বাসায় যান খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন।
২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকালে “দড়ি সোনাকান্দাস্থ এলাকার বাসায় যান সিরাজুল মামুন। এসময় তিনি আলিফার বাবা মো. আলী ও মাতা নাসিমার সাথে সাক্ষাৎ করেন এবং পরিবারের সবাইকে সমবেদনা জানান।
সিরাজুল মামুন বলেন, আলিফাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটি একটি পৈশাচিক হত্যাকান্ড। ইতিপূর্বে এমন বিভিন্ন ঘটনা ঘটলেও সুষ্ঠু বিচার না হওয়ায় বারবার এধরণের ঘটনা ঘটছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে এধরণের ঘটনা মেনে নেওয়া যায় না।
সিরাজুল মামুন আরও বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার এবং বন্দর থানা প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দ্রুত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচারে কোনোরকম টালবাহানা মেনে নেওয়া হবে না৷ দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে, আমরা অচিরেই বিচারের দাবিতে রাজপথে কর্মসূচী দিব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, বন্দর থানা সহ-সভাপতি শাহিদুজ্জামান, মুফতি আবু হানিফ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ২০ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ।
বার্তাপ্রেরক
মুফতী শেখ শাব্বীর আহমাদ
সহ-সাধারণ সম্পাদক
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর



