আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
আমরা যারা মনোনয়ন চেয়েছি, এ-টা আমাদের অধিকার: আবুল কালাম


নিজস্ব সংবাদদাতা: নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান আসছেন। নারায়ণগঞ্জ-৫ আসনে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি দলের কাছে কৃতজ্ঞ। ধানের শীষের কোন প্রতিদ্বন্দী নেই। আমরা যারা মনোনয়ন চেয়েছি, এ-টা আমাদের অধিকার। তবে আজকের পর থেকে আমরা সবাই ধানের শীষের পক্ষে আছি। আমাদের উপর যে দায়িত্ব অর্পিত, তা সকলে মিলে করবো। ধানের শীষে কোন বিভক্তি নেই। আমরা সকলে ধানের শীষের ঝান্ডাধারী।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ কদমরসুল দরগাহে ও-ই দোয়া প্রার্থণা শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম সাংবাদিকদের এ-সব কথা বলেছেন।
তিনি আরও বলেন- আমার বয়স হয়েছে, আপনারা জানেন। এখন নবীনদের অনেক দায়িত্ব। আমি চাই আপনাদের নিয়ে আমরা সফলতা লাভ করবো। গত সতেরো বছর তারা আমাদের আশা আকাঙ্খা বাস্তবায়ন করেনি। আমরা সে কাজগুলো করবো। আমরা কাজ করতে পারি, অতীতে এ-টা প্রমাণ করেছি। আমি সকলকে ধন্যবাদ জানাই। অতীতে যেভাবে আমার পাশে থেকে সহায়তা করেছেন, আশা করছি ভবিষ্যতেও আমাকে সহযোগীতা করবেন।
কদমরসুল দরগাহ শরীফ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ শরীফুল্লাহ শাহিন দোয়া পরিচালনা করেন। পরে সকলের অংশগ্রহণে এক আনন্দ মিছিলে অংশ নেন সাবেক এমপি এড. আবুল কালাম। দরগাহ শরীফ হতে শুরু করে কবিলের মোড় হয়ে লতিফ হাজীর মোড়স্থ আশার ব্যক্তিগত কার্যালয়ের সামনে এসে ও-ই মিছিলটির সমাপ্ত ঘটে।
এসময় উপস্থিত ছিলেন- প্রবীণ বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র অন্যতম সদস্য মোঃ আওলাদ হোসেন, আলহাজ্ব হান্নান সরকার, সুলতান আহাম্মদ ভূইয়া, এড. আনিসুর রহমান মোল্লা, সাবেক সদস্য আল মামুন, বন্দর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, আমিনুর ইসলাম মিঠু, নাসিক ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সেলিম, আলমগীর হোসেন আলম, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপন, হাজী সামাউন হাবিব, মোঃ স্বপন, পাপ্পু আহাম্মেদ, হুমায়ূন কবির সহ সদর-বন্দর থানা বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা সহ স্থানীয় এলাকাবাসী।



