Bojrodgoni.com/LabUncategorizedঅপরাধআইন ও অধিকারআড়াইহাজারআন্তর্জাতিককক্সবাজারকমলগঞ্জ উপজেলাকিশোরগঞ্জকুমিল্লাখুলনা বিভাগখেলাধুলাগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজাতীয়জামালপুরজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগধর্মনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরনির্বাচনী হালচালপরিচিতিফতুল্লাবন্দরবরিশাল বিভাগবিজ্ঞানবিনোদনবিভাগমতামতময়মনসিংহ বিভাগমৌলভীবাজাররংপুর বিভাগরাজনীতিরাজশাহী বিভাগরুপগঞ্জলেখা-পড়াশ্রীমঙ্গল উপজেলাসারাদেশসাহিত্যসিদ্ধিরগঞ্জসিলেট বিভাগসোনারগাঁওস্বাস্থ্য বার্তা
সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম–আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর এক সদস্যকে আটক করেছে ৫১-বিজিবি সদস্যরা। আটক ঐ বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ বলে জানা গেছে।
রোববার (২১ ডিসেম্বর) সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে এই বিএসএফ সদস্যকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবির আঙ্গরপোতা বিওপির টহলদল তাকে দ্রুত আটক করে এবং ক্যাম্পে নিয়ে যায়। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রমতে, দহগ্রাম আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে প্রতিপক্ষ ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি টহলরত সদস্যরা তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। আটক বিএসএফ সদস্যের নিকট ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি,০১ টি ওয়ারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় গেছে।
দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা বিএসএফ সদস্য অস্ত্রসহ আাটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানা যায়নি।
তিনি আরো বলেন, দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ বরাবরে উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তিনি বিএসএফের এহেন কমকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের বাড়াবাড়ি বন্ধের দাবি জানা।
এ ব্যাপারে ৫১ বিজিবির পক্ষ থেকে কোন কিছু না জানালেও বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের আইয়ুব আলী নামের এক সুবেদার।



