জাতীয়বিজ্ঞানলেখা-পড়াস্বাস্থ্য বার্তা
বিজয় দিবস উপলক্ষে দি-ম্যাটস ও আইআইএইচএসের ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার:
১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে গৌরব, আনন্দ ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় দিন। মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দি-ম্যাটস (The MATS) ও আইআইএইচএস (IIHS)। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে মানুষের পাশে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তব রূপ দেওয়ার প্রয়াস হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দি-ম্যাটস ও আইআইএইচএসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে একদল তরুণ ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। বিশেষ করে পথচারী ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। বিজয় দিবসে এ ধরনের সেবামূলক কার্যক্রম মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত এই প্রতিষ্ঠানের মেডিকেল ট্রেনিং সেন্টারটি ঢাকার মিরপুরে অবস্থিত। মিরপুর ৮২০ মক্কা টাওয়ার, শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত এই সেন্টারটি সহজ যোগাযোগব্যবস্থা ও আধুনিক পরিবেশের কারণে ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।
ব্যথাহীন ও আনন্দময় জীবন নিশ্চিত করার লক্ষ্যে দি-ম্যাটস ও আইআইএইচএস গড়ে তুলেছে একটি এডভান্সড থেরাপি সেন্টার। এখানে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত থেরাপিস্টদের মাধ্যমে বিশ্বমানের ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। প্রতিষ্ঠানটিতে ফিজিওথেরাপি বিভাগ, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগ এবং অকুপেশনাল থেরাপি বিভাগের মাধ্যমে রোগীদের শারীরিক, মানসিক ও কার্যকরী সক্ষমতা ফিরিয়ে আনার লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এখানে অর্থোপেডিক সমস্যা, কোমর ও ঘাড় ব্যথা, হাঁটু ও কাঁধের ব্যথা, ডিস্ক প্রোলাপস, অপারেশন-পরবর্তী পুনর্বাসন, এসিএল ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, নিউরোলজিক্যাল থেরাপি, জেরিয়াট্রিক ও পেডিয়াট্রিক থেরাপি, গাইনোকোলজিক্যাল থেরাপি, স্পোর্টস ইনজুরি এবং বাচন ও কথা বলার সমস্যাসহ নানা ধরনের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করা হয়। রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক থেরাপি পরিকল্পনা দ্রুত আরোগ্যে সহায়ক ভূমিকা রাখছে।
বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি সকল থেরাপি কনসালটেন্সি ও সেবায় ৪০ শতাংশ ছাড় ঘোষণা করেছে। একই সঙ্গে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়, যা বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণকারীরা জানান, বিজয় দিবসে এ ধরনের মানবিক সেবা তাদের জন্য বিশেষ স্বস্তি ও আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দি-ম্যাটস ও আইআইএইচএস দীর্ঘদিন ধরে দক্ষ ও উদ্যমী মেডিকেল টিমের মাধ্যমে সুনামের সঙ্গে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। রোগীর প্রতি আন্তরিকতা, আধুনিক চিকিৎসা জ্ঞান এবং মানবিক মূল্যবোধই প্রতিষ্ঠানটির প্রধান শক্তি।
১৬ ডিসেম্বর বিজয় দিবসে এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রমাণ করে, মুক্তিযুদ্ধের চেতনা কেবল অতীত স্মরণে সীমাবদ্ধ নয়; বরং মানুষের পাশে দাঁড়ানোই তার প্রকৃত বহিঃপ্রকাশ। মানবতার সেবায় এগিয়ে আসাই প্রকৃত বিজয়কে সম্মান জানানোর শ্রেষ্ঠ উপায়—এমন ইতিবাচক বার্তাই সমাজের কাছে পৌঁছে দিয়েছে দি-ম্যাটস ও আইআইএইচএস-এর এই উদ্যোগ।



