আড়াইহাজারকক্সবাজারকমলগঞ্জ উপজেলাকিশোরগঞ্জকুমিল্লাখুলনা বিভাগগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজামালপুরজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরবরিশাল বিভাগবিভাগময়মনসিংহ বিভাগমৌলভীবাজাররংপুর বিভাগরাজশাহী বিভাগরুপগঞ্জশ্রীমঙ্গল উপজেলাসিদ্ধিরগঞ্জসিলেট বিভাগসোনারগাঁও
তাড়াইলে দারুল কুরআন মাদরাসার বিজয় র্যালি


স্টাফ রিপোর্টার:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) অবস্থিত দারুল কুরআন মাদরাসার ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টায় দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর নেতৃত্বে সিএনজি স্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে হাসপাতাল রোড, মাদরাসা মার্কেট, উপজেলা পরিষদ, থানার মোড়, সদর রোড, কালীবাড়ি মোড়, খলিফা পট্টি, ট্রলার ঘাট, পুরাতন ডাকবাংলো রোড, গোরস্থান মার্কেট, গার্লস স্কুল মার্কেট, মধ্য সাচাইল, পশ্চিম সাচাইল (বালিগাতী বাজার) ও পুরাতন বাস স্ট্যান্ড হয়ে দারুল কুরআন ক্যাম্পাসের সামনে গিয়ে শেষ হয়।
এতে দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা জিয়াউল হক, হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেজ আল আমিন, নাযেরা বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা রিফাত আহমাদ, মাওলানা সোহাইল শাহীন, হাফেজ মোস্তাকিম বিল্লাহ্, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আবাসিক নুরানি বিভাগের সহকারী মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



