
স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
(২২ ডিসেম্বর) সোমবার দুপুরে কিশোরগঞ্জের থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিনের সাথে তার কার্যালয়ে মতবিনিময় সভা করেছেন তাড়াইলের কওমি মাদরাসার আলেমগণ ও ইসলামী দলের নেতৃবৃন্দ।
তাড়াইল ইমাম উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দীনের নেতৃত্বে আলেমদের এ প্রতিনিধি দলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা সভাপতি মাওলানা আবদুল হাই, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম শেখ, জামিয়াতুস সুন্নাহর মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফখর উদ্দিন, শাহ সেকান্দর মদিনাতুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু সায়েম, দিগদাইড় আতহারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের প্রমুখ।
সভায় তাড়াইলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একে অপরের সহযোগিতা, সৌহার্দপূর্ণ আচরণ এবং আগত নির্বাচন নিয়ে আলোচনা হয়।



