খেলাধুলাজাতীয়

সাকিবকে নিয়ে অনিশ্চয়তা

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে সাকিব আল হাসান অনেকদিন যাবতই দেশের বাইরে। এদিকে, আসন্ন পাকিস্তান সিরিজে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই প্রকাশ্যে নেই। সাকিব আওয়ামী লীগের মনোনয়নে মাগুড়া-১ আসন থেকে নির্বাচন করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সে হিসেবে ক্রিকেটারের পাশাপাশি সাকিবের একটা রাজনৈতিক পরিচয়ও তৈরি হয়েছে।

এদিকে, কোটা সংস্কার আন্দলনের সময় এবং শেখ হাসিনা পদত্যাগ করার পরও কানাডায় প্রবাসী বাংলাদেশিরা সাকিবকে গালমন্দ করেছেন। এমন অবস্থায় সাকিব পাকিস্তান সিরিজের দলে থাকবেন কিনা বা খেলতে চাইবেন কিনা সেটা বড় প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও আজ খোলাসা করা হয়নি বিষয়টি।

আজ বুধবার (৭ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেছেন, ‘সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে। ১২ আগস্ট পর্যন্ত তার এনওসি (যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলার) রয়েছে। এরপর বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা। বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত দল (পাকিস্তান সফরের) ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।’

পাকিস্তান সফরকে সামনে রেখে ‘এ’ দল আজ থেকে অনুশীলন শুরু করতে পেরেছে। আগামীকাল থেকে জাতীয় দলও অনুশীলন শুরু করবে জানিয়েছেন নাফীস, ‘আলহামদুলিল্লাহ আজকে আমরা ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। গত ৩-৪ দিনের অবস্থার কারণে আমাদের ফ্যাসিলিটিজের কী অবস্থা সেটাও আমরা বুঝতে পারছিলাম না। মাঠকর্মীরা নিয়মিত কাজ করতে পারছিলেন না। আজকে এসে দেখেছি মাঠকর্মীরা সব প্রস্তুত রেখেছেন। তাই ‘এ’ দলের অনুশীলন শুরু করতে পেরেছি। আশা করি, আগামীকাল জাতীয় দলের অনুশীলনও শুরু করতে পারব।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close