জাতীয়

কোটা ইস্যুতে উস্কানিতে পা না দিতে ছাত্রলীগের প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান

কোটাবিরোধী আন্দোলনে কোনো ধরনের উস্কানিতে পা না দিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীকেও। পেনশন ও কোটা আন্দোলন নিয়ে জটিল কোনো সমস্যা নাই জানিয়ে কাদের আরো বলেন, অচিরেই এসব সমাধান হয়ে যাবে। বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করেনি উল্লেখ করে, এখানেও  রাজনৈতিক গন্ধ খোঁজার অভিযোগ তার।

মঙ্গলবার (৯ জুলাই) ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি নির্ধারণে আওয়ামী লীগের যৌথ সভা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, কোটা নিয়ে যৌক্তিক সমাধান হবে আদালতে। শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন অরাজনৈতিক। বিএনপি এই আন্দোলনে উস্কানি ও ইন্ধন দিচ্ছে অভিযোগ করে, সবাইকে সাবধান ও সতর্ক থাকতে বলেন তিনি।

বেগম খালেদা জিয়ের স্বাস্থ্যের অবনতি এবং মুক্তির বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মাসের পর মাস, বছরও কেটে গেছে। বেগম খালেদা জিয়াকে আদালতে যেতে দেয়নি বিএনপি। নেত্রীর মুক্তি চেয়ে নেতাকর্মীরা দৃশ্যমান মিছিলও করতে পারেননি বলেও মন্তব্য তার।

১লা আগস্ট থেকেই মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close