আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে আবারও হামলা: ৪ ভারতীয় সেনা নিহত

৪৮ ঘণ্টার মধ্যে জম্মু-কাশ্মীরে আবারও এক হামলায় চার ভারতীয় সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছেন। কাঠুয়া জেলার মাচেদি এলাকায় সোমবার (৮ জুলাই) দুপুরে একটি সামরিক বহরে ফাঁদ পেতে এই হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

সামরিক বহরে প্রথমে হামলার পর সন্ত্রাসীরা গ্রেনেড ছোড়ে এবং তারপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায়।

তারপর অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয় এবং সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য একটি তল্লাশি অভিযান শুরু হয়। কর্মকর্তারা জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনও থেমে থেমে গোলাগুলি চলছে।

গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর ওপর দ্বিতীয় হামলা। রবিবার রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পে হামলা হয়েছিল। এতে এক সেনা আহত হন। সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close