সিলেট বিভাগ
কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথা (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ অফিসের সম্মুখে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের মৃত পরেশ দেবনাথের ছেলে। কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানান যায়, শনিবার সকালে সুশেন্দ্ৰ দেবনাথ মোটরসাইকেল যোগে বাহুবল যাওয়ার পথে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড় বাংলাদেশ অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।