কিশোরগঞ্জ

তাড়াইলে দারুল কুরআন মাদরাসায় শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ সেবন কর্মসূচি পালন

 

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে (৪র্থ তলা) অবস্থিত দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ৫-১৬ বছর বয়সী সকল শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এমদাদুল্লাহ্। প্রতিষ্ঠানের নিজস্ব স্বাস্থ্য কর্মসূচির আওতায় প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এ কর্মসূচি পালনকালে দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষা সচিব হাফেয মুফতি হাসান আহমাদ, দারুল কুরআন মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক হাফেয মাওলানা সোহাইল আহমাদ, সহকারী শিক্ষক হাফেয মাওলানা আশিক বিল্লাহ্, হাফেয মাওলানা আল আমিন, নুরানি কিন্ডারগার্টেন শাখার সহকারী শিক্ষক মাওলানা জিয়াউল হক, হাফেয হোসাইন আহমাদ, হাফেয মো. আনোয়ার হোসেন, মাওলানা রিফাত আহমাদ, মাওলানা আরিফুল ইসলাম, কিতাব বিভাগের সহকারী শিক্ষক হাফেয মাওলানা মাহবুবুর রহমান, আবাসিক নুরানি বিভাগের সহকারী শিক্ষক হাফেয মো. বেলাল হোসেন এবং দারুল কুরআন মহিলা মাদরাসার শিক্ষিকাগণ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close