অপরাধসিলেট বিভাগ

শ্রীমঙ্গল প্রতিবন্ধী শিশুকে হত্যাকারী পিতা-মাতা গ্রেফতার।

অন্তর মিয়া।

শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল থানাধীন ২নং ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না। তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে তার উপর অত্যাচার শুরু করে। মাঝে মাঝে তাকে ঘরের বাহিরে নিয়ে ফেলে রাখত। ঘটনার দিন গত ১৭/০৫/২০২৪ ইং তারিখ ০৪.৩০ ঘটিকার সময় উক্ত প্রতিবন্ধি মেয়েকে তার পিতা মাতা পূর্ব পরিকল্পিতভাবে পরিবারের সকলের অগোচরে হত্যা করার জন্য মুখে কিটনাশক জাতীয় বিষ ঢেলে দেয়। উক্ত বিষয়টি বাদীর ছেলে দেখিতে পাইয়া ডাক চিৎকার করিলে বাদীসহ আশেপাশের লোকজন প্রতিবন্ধি শিশুটিকে উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলে নিয়ে আসলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করে। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে প্রতিবন্ধী শিশুটি মারা যায়। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর হইতে অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় শিশুকে হত্যাকারী ঘাতক পিতা মাতাকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদ্বয়ের অবস্থান নির্ণয় করে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ২২/০৫/২০২৪ ইং তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন দক্ষিন চতুল গ্রাম হইতে আসামী ১) রাশেদ মিয়া (২৫), পিতা-ফয়জুল মিয়া ২) শাপলা বেগম (২২) স্বামী-রাশেদ মিয়া, উভয় সাং রাজপাড়া থানা: শ্রীমঙ্গল জেলা। মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্য ২৩/০৫/২০২৪ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close