বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। এদিন রাষ্ট্রীয় ছুটি থাকে।
তবে, ২০২৪ সালের বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। সরকারি ক্যালেন্ডারে ২২ মে (বুধবার) ছুটির কথা উল্লেখ থাকলেও গুগল ক্যালেন্ডার দিচ্ছে ভিন্ন তথ্য। গুগল বলছে, এবারের বুদ্ধ পূর্ণিমা ২৩ মে (বৃহস্পতিবার)।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলছে, শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে ২২ মে (বুধবার) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং এই তিথি ২৩ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে শেষ হবে। ফলে উদয়া তিথিতে এই পূর্ণিমা ২৩ মে।
এদিকে শিক্ষপ্রতিষ্ঠানেও ভিন্ন তারিখে নোটিশ জারি করতে দেখা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ২২ মে ছুটি উল্লেখ করে সব ধরনের ক্লাস পরীক্ষ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কিন্তু ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ২৩ মে ছুটি উল্লেখ করেছে।