সিলেট বিভাগ
কমলগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কমলগঞ্জ সংবাদদাতা: ‘একসাথে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন করেছে।
মঙ্গলবার ২১ নভেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী, সাংবাদিক সহ শতাধিক লোক উপস্থিত ছিলেন। সভায় বক্তারা চিকিৎসকের পরামর্শ ব্যতীত এন্টিবায়োটিক ব্যবহার না করার আহবান জানান।