সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে এক সন্তানের জননী মিনা নিখোঁজ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাড়িতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গত ২৫ দিন ধরে মিনা ওরফে আয়শা (২০) নামে এক যুবতী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিখোঁজ যুবতী মিনা সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ড আইলপাড়া এলাকার শহীদ পাটোয়ারীর মেয়ে এবং সাবেক নাসিকের কাউন্সিলর মতিউর রহমান মতির বাড়ির ভাড়াটিয়া। নিখোঁজ যুবতী মিনা ১ সন্তানের জননী। বহু স্থানে খোঁজাখুজি করে এখন পর্যন্ত নিখোঁজ যুবতীর কোন হদিস পায়নি তার স্বজনরা। বাসায় না ফেরায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। বোনকে কোথাও খুঁজে না পেয়ে গত ৮ নভেম্বর সিদ্ধিরগঞ্জ  থানায় জিডি করেন মিনার বোন আখি আক্তার। যার জিডি নং- ৫১৪ তাং- ৮-১১-২০২৪ইং।

এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জ থানার আইলপাড়াস্থ তার নিজ বাসা থেকে বের হয়ে ওই যুবতী নিখোঁজ হয়। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ যুবতীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। তার সন্ধান পেলে তার পরিবারের ফোন নম্বরে (০১৯২৪৮৫৫০৭২) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close