নারায়ণগঞ্জরাজনীতি
বিএনপির ডাকা হরতালের শেষ দিনেও আজমেরী ওসমান’র নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল
নিজস্ব সংবাদদাতা: তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিএনপি-জামায়াত সহ সরকার বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনেও যুব নেত আজমেরী ওসমান’র নেতৃত্বে হরতাল বিরোধী সাদা পতাকা নিয়ে মোটরসাইকেল সহ গাড়ি বহরের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড হতে হরতাল বিরোধী এ পতাকা মিছিলের আয়োজন করা হয়।
মাটি ও মানুষের প্রয়াত নেতা চার বারের নির্বাচিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. নাসিম ওসমান’র সুযোগ্য পুত্র আজমেরী ওসমান’র নিজ বাসভবন হতে মোটরসাইকেল সহ গাড়ি বহরের বিশাল শান্তি মিছিল নিয়ে চাষাঢ়া হয়ে সিদ্ধিরগঞ্জ, আদমজী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, লিংকরোড ও ফতুল্লা সহ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূণরায় বাস ভবনের সামনে এসে সমাপ্ত করা হয়। নেতা-কর্মীবৃন্দ সাদা পতাকা হাতে নিয়ে বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে সরকারী দলের স্লোগান দিতে থাকেন।
বিগত সময় থেকে বিএনপি’র ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচীর নামে জ্বালাও-পোড়াও এবং অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অবস্থান নিয়ে সোচ্চার ভূমিকায় রয়েছেন তিনি।