Bojrodgoni.com/Labরাজনীতি
বঙ্গবন্ধুর জন্মদিনে ফিরোজ আহমেদ এর শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ফিরোজ আহমেদ। যিনি সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন বিষয়ক সম্পাদক। গতকাল
বুধবার (১৬ মার্চ) এক প্রতিক্রিয়ায় শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনা করেন তিনি।
ফিরোজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই বাংলার জনগন কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছে। পেয়েছি লাল সবুজের পতাকা। আর বিশ্বব্যাপী আপোষহীন নেতৃত্ব ও দেশের মানুষের প্রতি নির্যাতনের প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছিলো। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণমানুষের সরকার। একমাত্র তিনিই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।