রাজনীতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে স্বর্নালী আক্তারের শুভেচ্ছা
বজ্রধ্বনি রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন স্বর্নালী আক্তার।যিনি নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের নেত্রী।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) এক প্রতিক্রিয়ায় শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনা করেন তিনি।
স্বর্নালী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিলো বলেই বাংলার জনগন কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করেছে।পেয়েছি লাল সবুজের পতাকা। আর বিশ্বব্যাপী আপোষহীন নেতৃত্ব ও দেশের মানুষের প্রতি নির্যাতনের প্রতিবাদী কণ্ঠকে রোধ করার জন্য ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছিলো। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণমানুষের সরকার। একমাত্র তিনিই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।