ঢাকা বিভাগনারায়ণগঞ্জরাজনীতি

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগর কমিটি গঠিত

নারায়ণগঞ্জ মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি-এর নতুন কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমরেড আমিনুল ইসলাম। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোঃ জহিরুল ইসলাম। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিফাত দেওয়ান।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাখাওয়াত হোসেন আকাশ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর সানি।
নেতৃত্বশীল এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরে ছাত্রদের অধিকার, গণতান্ত্রিক চর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে জাতীয় ছাত্রশক্তি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। নতুন কমিটির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক ছাত্র রাজনীতি গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close