জাতীয়ঢাকা বিভাগনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদররাজনীতি
না’গঞ্জে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক শিশু দিবস ২০২১ উদযাপন
নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক শিশু দিবস ২০২১ কর্মসূচী পালেন বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাঁটা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুের নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অডিটিরিয়মে এ কেক কাঁটা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন, সদস্য কামাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেন, তোফাজ্জল হোসেন কাবিল মেম্বার, গোগনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সুকুম মোক্তার মেম্বার, নারী মেম্বর বেবি আক্তার, ইমতিয়াজ আহমেদ, মাসুম শিকদার, কাবিরুল ইসলাম, আবু তাহের, মোতালেব শিকদার, হান্নান, মোতালেব গাজী প্রমূখ।