সিলেট বিভাগ
শ্রীমঙ্গলে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ যুবকের হাত কর্তন
মোঃঅন্তর মিয়া প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
উপজেলার ২ নং ভূনবীর ইউপি’র ভূনবীর চৌমুহনায় অবৈধ বালু উত্তোলন ও বিক্রির আধিপত্য বিস্তার নিয়ে বালু ব্যবসায়ী জলিল মাহমুদ গং ও ফেরদৌস আহমেদ গং এর মধ্যে সংঘর্ষ হয়।
তথ্য সুত্রে জানা যায়, ২৯ এপ্রিল/২৩ শনিবার সন্ধ্যার দিকে অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার আলীসারকুল গ্রামের বালু ব্যবসায়ী জলিল মাহমুদের ভাইয়ের ছেলে জাহিদুল ইসলাম রনির দায়ের কোপে আরেক ব্যবসায়ীর ফেরদৌস আহমেদ’র ছোট ভাই বুলবুল’র হাত কনুই থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুলে যায়। হাতের অবস্থা আশংকাজনক।
তাৎক্ষণিক ভাবে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।