আড়াইহাজারজেলা/উপজেলানরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও

না’গঞ্জ সিটি পার্কে মাসুদুজ্জামান মাসুদ’র পাঁচ টাকার বৃক্ষমেলা উদ্বোধন

 

নিজস্ব সংবাদদাতা: পাঁচ টাকার বৃক্ষমেলা উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। স্থানীয় নাগরিক, শিক্ষার্থী, পরিবেশ প্রেমী এবং শিশুদের উপস্থিতিতে এ-ই আয়োজনটি হয়ে উঠে আরও প্রাণবন্ত।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নগরীর সিটি পার্কে পাঁচ টাকার এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

ও-ই অনু্ষ্ঠানের উদ্বোধনকালে মাসুদুজ্জামান মাসুদ তার বক্তব্যে বলেন- কয়েক দশক পূর্বে নারায়ণগঞ্জ ছিলো, সম্পূর্ণ সবুজে ঘেরা একটি শহর। কিন্তু ধীরে ধীরে অপরিকল্পিত নগরায়নের ফলে, ইট-পাথরের নগরে রূপান্তরিত হয়েছে শহরটি। পাশাপাশী শীতলক্ষ্যা নদী আজ প্রায় মৃত অবস্থায় চলে গেছে। তিনি উল্লেখ করেন- আমরা যারা নারায়ণগঞ্জে থাকি, আমরা লক্ষ্য করি ডিসেম্বর মাসেও শীত অনুভব করা যায় না। অথচ গ্রামাঞ্চলে সন্ধ্যার পরে গরম কাপড় ছাড়া থাকা যায় না। এটি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবের সরাসরি প্রমাণ এবং আমাদের জন্য একটি সতর্কবার্তা।

তিনি আরও বলেন- আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শহর। দেশ ও পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে হলে, সবুজায়নকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। শহরের মানুষ দিনে দিনে যন্ত্রের মতো হয়ে যাচ্ছে। তা-ই আজকের বৃক্ষমেলা শুধু একটি আয়োজন নয়, বরং দীর্ঘমেয়াদী সাফল্যের সূচনা।

তিনি পাঁচ টাকায় বৃক্ষ বিতরণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন- যে সামান্য মূল্য দিয়ে গাছ সংগ্রহ করা হচ্ছে। তা আসলে আপনাদেরকে উৎসাহিত করার জন্য। যদি গাছগুলো লালন-পালন ও পরিচর্যা করা হয়, তা-হলে এটি শুধু শহরের পরিবেশকে নয়, পুরো পৃথিবীর পরিবেশকে সংরক্ষণ করবে। বৃক্ষ প্রেমী হোন, সবুজ প্রেমী হোন, নদী দূষণ রোধ করুন। আমরা বিশ্বাস করি, শীতলক্ষ্যা নদী আবার তার পুরোনো রূপে ফিরে আসবে এবং আগামী প্রজন্মের জন্য শীতলক্ষ্যা নদী আনন্দ ও বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এ বিষয়ে সবাইকে আহ্বান জানান তিনি।

ও-ই বৃক্ষমেলা অনুষ্ঠানে নগরবাসী, শিক্ষার্থী ও শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং গাছ সংগ্রহ করে শহরের সবুজায়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ-ই উদ্যোগ নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও বড় সবুজায়ন কার্যক্রমের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। বিভিন্ন প্রজন্মের মানুষ একত্রিত হয়ে ও-ই অনুষ্ঠানে অংশগ্রহণ করায়, একটি শক্তিশালী সামাজিক বার্তা সৃষ্টি হয়। যে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য।

অংশগ্রহণকারীরাও গাছ সংগ্রহ করে, তা শহরের বিভিন্ন খোলা জায়গায় রোপণ করেন এবং এর মাধ্যমে শহরের সবুজায়নে নিজস্ব অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ-ই উদ্যোগ শুধু শহরের দৃশ্যমান সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা এবং জীববৈচিত্র্যের প্রতি সম্মান বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আজকের এ-ই পাঁচ টাকার বৃক্ষমেলার আয়োজনে সার্বিক সহযোগীতায় ও সঞ্চালনায় ছিলেন- নারায়ণগঞ্জস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেক, ডিমান্ড, জাররাফ রহমান, সামি, নাইম, জুবায়ের রহমান, রাহাত সহ নারায়ণগঞ্জ সদর ও বন্দরের সর্বস্তরের সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close