আড়াইহাজারকক্সবাজারকিশোরগঞ্জকুমিল্লাগাজীপুরচট্টগ্রামচট্টগ্রাম বিভাগজেলা/উপজেলাঢাকাঢাকা বিভাগনরসিংদীনারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দররুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
৩১ দফার বার্তা নিয়ে নাসিক ১৪নং ওয়ার্ডে মাসুদুজ্জামান মাসুদ’র গণসংযোগ

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সমাজসেব ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ’র নেতৃত্বে গণসংযোগ এবং প্রচারপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নাসিক ১৪নং ওয়ার্ডের এলাকাবাসীর সঙ্গে সরাসরী মতবিনিময় ও ৩১ দফার তথ্য উপস্থাপনের ধারাবাহিক অংশ হিসেবে পালন করা হয়। স্থানীয় দোকানপাট, বাজার এলাকা, গণজমায়েতস্থল এবং পথচারীদের সঙ্গে দলের নেতা-কর্মীরা সরাসরী কথা বলেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর ভূইয়ার বাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে এ গণসংযোগটি শুরু হয়ে জিউস পুকুরপাড়, উকিলপাড়া ও গলাচিপা হয়ে নারায়ণগঞ্জ ক্লাব এসে শেষ হয়।
সম্প্রতি অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্থ হোসিয়ারী মার্কেট পরিদর্শন করেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সরাসরী দেখা করে, তাদের বিপর্যয়ের পরিমাণ সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের কার্যক্রম পূণরায় শুরু করতে সহায়তার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ও-ই গণসংযোগের সময় মাসুদুজ্জামান মাসুদ বলেন- আমরা নাসিক ১৪নং ওয়ার্ডে ৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে, বিভিন্ন মার্কেট ও দোকানগুলোতে পৌঁছে দিয়েছি। জনসাধারণের থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যা জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের উদ্দীপনা ও বিশ্বাসকে প্রকাশ করছে। আশা করি, সামনে আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার বন্দর এবং নগরীর জনগণ আমাদের দলকে বিপুল ভোটে সমর্থন করবেন। আমাদের এ-ই কার্যক্রম প্রতিদিনের মতো অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ যারা আমাদের পাশে রয়েছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আজ আমরা হোসিয়ারী মার্কেট পরিদর্শন করেছি। যেখানে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের সঙ্গে কথা বলে, বাস্তব পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো আরও স্পষ্টভাবে বোঝতে পেরেছি। পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে, আমরা সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি।
ও-ই সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, সদস্য মনোয়ার হোসেন শোখন, হাজী ফারুক হোসেন, মহানগর যুব দল সভাপতি মনিরুল ইসলাম সজল, নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, মহিল দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মী বৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
গণসংযোগ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মাসুদুজ্জামান মাসুদ’র এ-ই কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে সরাসরী সংযোগ স্থাপন, সমস্যাগুলো চিহ্নিত করা এবং তা দ্রুত সমাধান করার প্রচেষ্টাকে আরও দৃঢ় করেছে। তিনি নিশ্চিত করেছেন যে, জনগণের কল্যাণ এবং সামাজিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
ও-ই কার্যক্রমে উপস্থিত ছিলেন- বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী বৃন্দ, ছাত্র-সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থণা করেন।



