শ্রীমঙ্গল উপজেলা
শ্রীমঙ্গলে চা বাগানে রহস্যময় যুবকের লাশ

শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে সোমবার (৭ই জুলাই) সকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া মরাদেহটি হৃদয় নামে এক যুবকের। তার মায়ের নাম হাসিনা। শহরতলীর শাহীবাগ এলাকায় একটি ভাড়া বাসায় থাকে। সে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংগ্রহণ করে উত্তীর্ণ হয়।