বন্দর
না’গঞ্জ বন্দর রেললাইনে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিঃ এর ২য় শাখা অফিস শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন রেললাইনে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর দ্বিতীয় শাখা অফিসের শুভ উদ্বোধন, প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সকালে বন্দর রেললাইন দ্বিতীয় শাখা অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা অফিস শুভ উদ্বোধন, প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় বন্দর দ্বিতীয় শাখা অফিসের ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ শাহানাজ আক্তার মুক্তা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল ইসলাম, ইভিপি সেলস এন্ড মার্কেটিং মোঃ নজরুল ইসলাম।
শুভ উদ্বোধনী এ প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় উপস্থিত সকলেই তাদের বক্তব্যে মানবজীবনে বীমার গুরুত্ব বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় তুলে ধরেন এবং বীমা করার প্রতি উৎসাহ দেন।
এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর নারায়ণগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ওমর ফারুক’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ও-ই প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জ শাখার ইউএম সিদ্দীক, ইউএম শাহনাজ আক্তার সাথী, এফএ তামান্না, বীমা কর্মী নুসরাত ও তাবাসসুম ঝুমি সহ স্থানীয় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।