রাজনীতিসারাদেশ

লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা অভির মাদক সেবনের ভিডিও ভাইরাল

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লক্ষ্মীপুরে জেলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভির মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কলেজ ছাত্রদলের নেতা অভি প্রকাশ্য সাবেক এক যুবলীগ নেতার সঙ্গে রুমে বসে মাদক সেবন করছেন। পাশের এক নারীর কণ্ঠ শোনা যাচ্ছে। পাশাপাশি তারা ইয়াবা ও গাজা সেবন করতে দেখা যায়। মাদক গ্রহণ শেষে তাকে উলঙ্গ অস্থায় পড়ে থাকতেও দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, বিগত ফ্যাসিষ্ট আমলে পুরো সময় জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপুর সঙ্গে সখ্যতা ছিলো। দিনে বিএনপি রাতে আওয়ামীলীগের রাজনীতি করতেন তিনি। টিপুর সঙ্গে সখ্যতায় ইয়াবায় ব্যবসার সঙ্গে জড়িয়ে যান তিনি। প্রায় সময়ে মাদক গ্রহণ করে তিনি এলাকায় মাতলামি করতেন। সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেন।

তারা আরও জানায়, গত ৫ই আগষ্ট শেখ হাসিনা পালিয়ে গেলে লক্ষ্মীপুর থেকে পালিয়ে যায় সালাহউদ্দিন টিপু। এর আগের দিন টিপু ৪ আগষ্ট টিপু ছাত্র জনতার উপরে গুলি চালায়। এই সুযোগে পুরো লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রদল নেতা অভির হাতে। বর্তমানে তিনি জেলাজুড়ে ইয়াবা ব্যবসা সিন্ডিকেট গড়ে তুলেছে। তার মাদক সিন্ডিকেটে এলাকার ছাত্র থেকে যুবসমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে।

স্থানীয় ছাত্রদল নেতাদের দাবি, ছাত্রদল নেতা অভির ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ হুমকি মুখে পড়বে বলে জানান তারা। তাদের দাবি, কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদল নেতাদের দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close