ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পর উপেদষ্টা আসিফ মাহমুদ সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো করার ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে এই অভিযান শুরু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনা-বেচা হয় এবং মাদক সেবন হয়।  তাই রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এনে তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহত হন।  এই ঘটনার পর উদ্যানের নিরাপত্তা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close