কিশোরগঞ্জ
তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল লিটন সভাপতি ও আলম সম্পাদক নির্বাচিত

এমদাদুল্লাহ্, স্টাফ রিপোর্টার বজ্রধ্বনি:
দীর্ঘ নয় বছর পর (৩০ এপ্রিল) বুধবার অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন। উপজেলা সদরের দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো.সারোয়ার হোসেন লিটন সভাপতি ও কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে মো. সারোয়ার আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। দুপুরে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ।
তাড়াইল উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.সারোয়ার হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, আজিজুল ইসলাম দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক।
সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দু’জন প্রার্থীর মধ্যে ছাইদুজ্জামান মোস্তফা প্রার্থীতা প্রত্যাহার করলে মো.সারোয়ার হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত সাড়ে নয়টায় নির্বাচনের ভোট গ্রহণ শেষে সর্বোচ্চ ভোট প্রাপ্ত মো. সারোয়ার আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মো. সারোয়ার আলম (দেওয়াল ঘড়ি) ১৬০ ভোট, আখলাকুল ইসলাম অংকুর (মই) ১১৫ ভোট, অ্যাডভোকেট শাহরিয়ার খান (মোরগ) ৯২ ভোট, শরীফ আহমেদ আলেক (মাছ) ৬১ ভোট ও শরীফুল মাহমুদ শোয়েব (দোয়াত-কলম) ৩৪ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।