বিনোদন

সাইফ আলী খানের ওপর হামলা: এবার ভারতীয় মিডিয়ার বিচিত্র দাবি!

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলা মামলার একমাত্র আসামি কথিত বাংলাদেশি মোহাম্মদ শরীফুল ইসলামের সাথে সিসিটিভির ছবি মিলেছে বলে দাবি করেছে পুলিশ। এদিকে, আসামিকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা বিএনপি কর্মী দাবি করেছে ভারতের গণমাধ্যম।

পুলিশ জানিয়েছে, ফেস রিকগনিশন প্রযুক্তির সহায়তায় সাইফের বাসার নিরাপত্তা ক্যামেরায় রেকর্ড হওয়া ব্যক্তির ছবির সাথে শরীফুলের চেহারা মিলেছে। যদিও ভারতের গণমাধ্যম এনডিটিভিকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে থাকা শরীফুলের বাবা রুহুল আমিন আবারও দাবি করেন, সিসিটিভিতে রেকর্ড হওয়া ব্যক্তির ছবির সাথে তার ছেলের কোনো মিল নেই।

শরীফুলের বাবার দাবি, ওই ছবির তুলনায় তার ছেলে তুলনামূলক মোটা আর মাথার চুল তুলনামূলক ছোট। তিনি আরও দাবি করেন, হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে ভারতে চলে যান বিএনপি সমর্থক শরীফুল।

এদিকে, আসামিকে পুলিশ হেফাজতে রাখার মেয়াদ তৃতীয় দফায় বাড়ানোর আবেদন নাকচ করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। কারাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছেন বিচারক।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সাইফের মুম্বাইয়ের ফ্ল্যাটে বাসায় ডাকাতি আর ছুরিকাঘাতের মামলায় ১৮ জানুয়ারি সাইফকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ছয় দফা ছুরিকাঘাতে আহত সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হলে পাঁচদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close