জাতীয়
রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে যা বললেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবার দেশকে নতুন করে অস্থির করার চেষ্টা চলছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
এর আগে বিকেল ৪টায় বিএনপি ও জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরও রয়েছেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বকয়কারী জোনায়েদ সাকি’র নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। বৈঠকে দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এছাড়াও, সর্বদলীয় সভায় এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু একদিন জাতীয় ঐক্যের প্রতীকী সংহতি হিসেবে সর্বস্তরের নাগরিকদেরকে সারাদেশে একযোগে একই সময়ে যার যার অবস্থানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে প্রতিবাদী কর্মসূচির প্রস্তাব দেন। তার এর প্রস্তাবকে অধিকাংশ দলের নেতৃবৃন্দ সমর্থন জানান। এবি পার্টির পক্ষ থেকে সর্বদলীয় সভায় প্রতিনিধিত্ব করেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।