জাতীয়

ইসকন-চিন্ময় ইস্যুতে যা বললো যুক্তরাষ্ট্র

সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেয়া অব্যাহত পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভয়েজ অব আমেরিকার একটি ই-মেইলের জবাবে মঙ্গলবার (৩ ডিসেম্বর) একথা জানানো হয়েছে।

ইসকনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি ও চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তর জানায়, আইন অনুযায়ী সংবিধানে যে অধিকারগুলোর নিশ্চয়তা দেয়া হয়েছে তার আলোকে এ ইস্যুগুলো সমাধানের দায়িত্ব বাংলাদেশ সরকারের। এছাড়া, বাংলাদেশসহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সমুন্নত রাখারও আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও অসহিষ্ণুতার যে কোন ঘটনার নিন্দার পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।

তিনি আরও বলেন, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close