জাতীয়
সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা
সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরও রয়েছেন ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আমীর ডা. শফিকুর রহমান। বৈঠকে দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।