জাতীয়
বহুল আলোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের
বহুল আলোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে সাইবার স্পেসে, আর্থিক খাতে সেফটি ও সিকিউরিটি নিশ্চিতের জন্য আলাদা একটি আইনি কাঠামো দাঁড় করানো হবে। একইভাবে সাইবার নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো চলমান থাকলেও মত প্রকাশের সাথে সম্পর্কিত মামলাগুলো বাতিল হবে। এছাড়া, মুজিব বর্ষের নামে রাষ্ট্রের কত টাকা অপচয় করা হয়েছে হিসাব হবে তার। গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে অন্তবর্তীকালীন সরকার শতভাগ অঙ্গীকারাবদ্ধ বলে আবারো জানানো হয়।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও এ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সাইবার সিকিউরিটি আইন নীতিগত ও চূড়ান্ত ভাবে বাতিলের সিদ্ধান্ত হয় সভায়। তবে সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা ও আর্থিক খাতের জন্য আলাদা একটি আইন তৈরি করা হবে। এছাড়া মুজিববর্ষে অপচয়ের হিসাব, ধুমপান বন্ধে নতুন ধরনের আইন করাসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে।
পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাইবার সিকিউরিটি আইন বাতিল নিয়ে সরকারের সিদ্ধান্তের কথা বিস্তারিত জানানো হয় ব্রিফিং এ।
এছাড়া উপদেষ্টা পরিষদে নেয়া আরো কিছু সিদ্ধান্তের বিষয়ে জানান প্রেস সচিব। শুক্রবার তিন মাস পূর্ণ হতে যাওয়া অন্তবর্তীকালীন সরকারের পাঁচটি সুনির্দিষ্ট সফলতার বিষয়ও তুলে ধরেন প্রেস সচিব।