জাতীয়

নির্বাচন কমিশনের গঠনে ছয়জনের নাম জমা গণঅধিকার পরিষদের

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সার্চ কমিটির কাছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একটি প্রতিনিধি দল নাম জমা দেন। প্রধান নির্বাচন কমিশনার পদে তিনজন এবং নির্বাচন কমিশনার পদে তিনজনের নাম জমা দেয়া হয়েছে। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাশেদ খান বলেন, নির্বাচন কমিশনে এমন মানুষ নিয়োগ দেয়া যাবে না, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। অতীতে ছাত্র রাজনীতি করেছে, এমন কাউকেও নিয়োগের বিপক্ষে মত দেন তিনি৷ ইসিতে নূন্যতম একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়োগের দাবি তোলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক। সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, সাবেক আমলাসহ ছয়জনের নাম দলটি ইসিতে জমা দেন বলে জানানো হয়।

রবিবার নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়ে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি। এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে। রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ৫ জনের নাম প্রস্তাব করতে পারবে। নাম জমা দেয়ার শেষ সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close