নারায়ণগঞ্জ

জুলাই যোদ্ধারা ৭১ এর মুক্তিযোদ্ধাদের সুযোগ্য উত্তরসূরী: ড. ইকবাল হোসেন

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসেন বলেছেন- জুলাই অভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা বীরত্ব ও ত্যাগের মধ্যদিয়ে প্রমাণ করেছেন তারা ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ্য উত্তরসূরী। নাগরিক ও পেশাজীবী হিসেবে সবাইকে নিজ নিজ কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বাংলাদেশকে একটি বৈষম্যহীন আত্মমর্যাদাশীল সমৃদ্ধি, সম্প্রীতি ও শান্তির স্থিতিশীল রাষ্ট্রশক্তিতে পরিণত করার মধ্যদিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান দেখাতে হবে।

শুক্রবার (১১ জুলাই) সকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদের মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ও-ই সংগঠনের সভাপতি কাজী সোহাগ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সম্মিলিত নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ছড়াকার ও সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, যুব কাউন্সিলর মেহরাব হোসেন অপু, খোলা কাগজ পত্রিকার পাঠক সংগঠন এগারজন’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শুভ, সমাজকর্মী মোক্তার হোসেন মুক্তু, ভোক্তা অধিকার সংরক্ষণ ফোরামের মনিরুল ইসলাম মনির প্রমূখ।

জুলাই আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আফজাল হোসেন পন্টি বলেন- জুলাই যোদ্ধারা আমাদের দেখিয়ে দিয়েছেন, দেশের চেয়ে বড় কিছু নেই। সমাজের যে রীতি-নীতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস শুধু তরুণদেরই আছে। যুবরা সে-ই তারুণ্যের উপর ভর করে দেশের কাজে নিয়োজিত থাকবে বলে আমাদের প্রত্যাশা।

পরে অতিথিরা মাসব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রথম দিনে প্রায় তিন শতাধিক সেবাগ্রহিতার রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা সহ অন্যান্য স্বাস্থ্যসেবা দেয়া হয়।

রক্তযোদ্ধা সমাজ ও মানব কল্যাণ পরিষদ কয়েক বছর ধরে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিস পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে বেশ আলোচিত একটি সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ করে জরুরী প্রয়োজনে রক্তদাতার সন্ধানে এটি একটি বড় প্লাটফর্মে রূপ নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close