সিদ্ধিরগঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাই রিংকুর শুভেচ্ছা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসহ সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব নেতা আব্দুল হাই রিংকু্।
৬ নভেম্বর বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় আব্দুল হাই রিংকু বলেন, ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এ দিবসটি পালিত হয়ে আসছে । ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সকল ষড়যন্ত্র।
তিনি বলেন, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এ বিপ্লবের ফলে জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে ক্ষমতায় আসেন।
তিনি আরও বলেন, ৭ নভেম্বরের পটপরিবর্তনে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়ে উল্লেখ করে তিনি বলেন, এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী স্বত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। আধিপত্যবাদী শক্তির এদেশীয় অনুচররা উদ্দেশ্য সাধনের পথে কাঁটা মনে করে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ। তাই আমি মনে করি ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।সর্বশেষ তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।