ডিমের দাম নিয়ে দিশেহারা নারায়ণগঞ্জে মানুষ। বাজার থেকে শুরু করে অলি-গলি ও পাড়া মহল্লার দোকান গুলোতেও বিক্রি হচ্ছে বেশী দামে। ইতোমধ্যে নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ডিমের মূল্য নিয়ন্ত্রণে ফতুল্লায় অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দেলপাড়া বাজারে টাস্কফোর্স নারায়ণগঞ্জ জেলা কর্তৃক পরিচালিত টিম অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের শাকিল শাকিব ডিম হাউসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন, বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব মো: সেলিমুজ্জামান, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধি মোঃ ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং ফতুল্লা থানা পুলিশের একটি টিম।