আড়াইহাজারজেলা/উপজেলানারায়ণগঞ্জনারায়ণগঞ্জ সদরফতুল্লাবন্দরময়মনসিংহ বিভাগরুপগঞ্জসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
প্রতিটি এলাকায় উৎসবের আমেজ তৈরী করতে হবে: সাখাওয়াত

নিজস্ব সংবাদদাতা: আমি দীর্ঘদিন মাঠে ছিলাম, দল আমাকে কিছুটা হলেও যেমন মূল্যায়ন করেছে। আপনারাও মাঠে থাকুন, দেখবেন এক সময় আপনাকেও মূল্যায়ন করা হবে। সামনে নির্বাচন সবাই রোজা রাখেন, ধৈর্য্য ধরেন, খামোশ হয়ে যান। আচরণ এমন হতে হবে, অন্য দলের ভোটাররাও যেন বিএনপিকে ভোট দেয়। আপনারা ২৫ তারিখ পর্যন্ত কষ্ট করুন। বিএনপি’র অনেক সমর্থক রয়েছে, আপনারা যাচ্ছেন এ-টা যেনো মানুষ জানতে পারে, তা-হলেই হবে। প্রতিটি এলাকায় উৎসবের আমেজ তৈরী করতে হবে।
রবিবার (২১ ডিসেম্বর) নগরীর মিশনপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ সমিতির নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র প্রস্তুতি সভায় এ-সব কথা বলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
তিনি বক্তব্যে আরও বলেন- এ-ই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র। এ-ই ধানের শীষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’র। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ভাইয়ের পন্থী হওয়া যাবে না। কোর্টে আমি যখন থাকি, তখন অনেকেই আমার কাছে আসে। আমাকে বলে আমি কাজী মনির ভাইয়ের লোক, আজাদ’র লোক, মান্নান’র লোক। আমি বলি আমার কাছে এগুলোর মূল্য নেই। আমার কাছে তার মূল্য আছে, যে তারেক রহমান’র লোক।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন সহ থানা, বিভিন্ন ওয়ার্ড এর অন্যন্য নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।



