কমলগঞ্জ উপজেলা
কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায়
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার,কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, সাংবাদিকসহ শতাধিক কন্যা অংশগ্রহন করেন।