আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে প্রাণহানি ৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানা অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে প্রাণহানি হয়েছে অন্তত আট জনের। হিউস্টনে বাতিল করা হয়েছে ১১শ’র বেশি ফ্লাইট। স্থানীয় সময় সোমবার (৮ জুলাই) ভোরে ক্যাটাগরি ওয়ান শক্তিমাত্রায় ভারি বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে দক্ষিণাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে টেক্সাসে সাত এবং লুইজিয়ানায় একজনের প্রাণহানি হয়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষ। এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকার জনজীবন। বন্যার শতর্কতা দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হিউস্টন বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১১শ’র বেশি ফ্লাইট। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে। টেক্সাসে আসার আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ জামাইকা, গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে ঘূর্ণিঝড় বেরিল। তীব্র ঝড়ের আঘাতে এসব স্থানে বহু ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। নিহত হন অন্তত ১১ জন। সূত্র: সিএনএন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close