অপরাধসিদ্ধিরগঞ্জ

চেক ডিজঅনার মামলায় সন্ত্রাসী সেলিম মজুমদারের কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : চেক ডিজঅনার মামলায় সিদ্ধিরগঞ্জের আদমজীর চিহ্নিত সন্ত্রাসী সেলিম মজুমদারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (০৭ জুলাই) বিকেলে ব্যবসায়ী আকতার হোসেনের করা মামলায় নারায়ণগঞ্জ কোর্ট যুগ্ম জেলা দায়রা জজ আদালতের বিচারক বেগম ফারজানা আকতার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সেলিম মজুমদার আদালতে উপস্থিত ছিলেন না। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামি সেলিম মজুমদারকে চেক ডিজঅনার মামলার সমপরিমাণ ২০ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আসামি সেলিম মজুমদার সিদ্ধিরগঞ্জ কমদমতলী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।তিনি নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদেও তিনি রয়েছেন। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি, জবর দখল, প্রভাব বিস্তারসহ নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গচিত্রের মামলাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১ ডজন মামলা রয়েছে।

এছাড়া এলাকায় বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত সে।আদমজী ইপিজেডে ঠিকাদারি নিয়ন্ত্রণের লক্ষ্যে ১০ লাখ টাকা চাঁদাবাজি দাবিতে ব্যবসায়ী মাসুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর রোববার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close